১. সেকেন্ডারী এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (SESDP) : জুলাই/২০০৭ হতে চলমান। এ প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে একজন গবেষণা কর্মকর্তা, ০৪ জন সহকারী পরিদর্শক ও এক জন ডাটা এন্ট্রি অপারেটর এবং গোয়ালন্দ ও পাংশা উপজেলায় একজন করে উপজেলা একাডেমিক সুপারভাইজার কর্মরত আছেন। বিদ্যালয় পরিদর্শন, পিবিএম, এসবিএ এবং সৃজনশীল প্রশ্ন পদ্ধতির কার্যক্রম মনিটরিং ও বাস্তবায়নে সহায়তা প্রদানসহ অফিসের সার্বিক কাজে সহযোগিতা প্রদান করেন। পিবিএম, এসবিএ ও সৃজনশীল প্রশ্ন পদ্ধতির প্রবর্তন, বাস্তবায়ন ও শিক্ষকদের উপর্যুক্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান, কারিকুলাম সংশোধন ও পরিমার্জন এবং এসএমসি সদস্যগণের সচেতনতা বৃদ্ধির বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা-এ প্রকল্পের অন্যতম প্রধান কাজ। | |
২. টিচিং কোয়ালিটি ইম্পুভমেন্ট ইন সেকেন্ডারী এডুকেশন প্রজেক্ট (TQI-SEP) : মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সিপিডি-১, সিপিডি-২, প্রধান শিক্ষকগণের প্রশাসনিক প্রশিক্ষণ, এসটিসি প্রশিক্ষণ, বি.এড প্রশিক্ষণ এবং এসএমসি সদস্যগণের প্রশিক্ষণ প্রদানই এ প্রকল্পের মূল কাজ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস